জালালাবাদ থানার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উদ্যোগে গরীব, অসহায়, দুস্থ ১০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা) মতিহার রহমান, অফিসার ইনচার্জ (জালালাবাদ থানা) অকিল উদ্দিন আহমদ সহ অত্র থানার অফিসার ও ফোর্সবৃন্দ।
এছাড়া থানা এলাকার প্রতিটি অলিতে গলিতে করোনাভাইরাস সংক্রান্তে মাইকিং করে প্রচারণা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নগরীর সকল প্রকার দোকান, হাট বাজার বিকাল পাঁচ টা পর বন্ধ করার জন্য টহল ও জনসচেতনা অব্যাহত রয়েছে।