হাউজিং এস্টেট লকডাউন
নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন করে পুলিশ।
রোববার সিলেটে প্রথম করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরপরই ওই ব্যক্তির বাসা লকডাউন করা হয়।
পরে হাউজিং এস্টেটের মূল ফটক বন্ধ করে দেয়া হ।। আপাতত কাউকে প্রবেশ করতে বা বাইরে বেরুতে দিচ্ছে না পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সকালে মর্নিংওয়ার্ক করতেন।
ওই ব্যক্তির পরিবারের সদস্য সম্প্রতি বিদেশ থেকে এসেছেন বলে জানা গেছে। তাকে রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রসঙ্গত, সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গ থাকায় শনিবার হাউজিং এস্টেটের ঐ ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রোববার সন্ধ্যায় রিপোর্ট আসে। এতে তার শরীরে কভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। সনাক্ত হওয়া রোগী একজন পুরুষ এবং পেশায় ডাক্তার। তার বয়স ৪৫ বছর।