সিসিকের খাদ্য ফান্ডে বিভিন্ন জনের অনুদান
সিলেট সিটি করপোরেশেনের (সিসিক) খাদ্য ফান্ডে অর্থ দিয়েছেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। এছাড়াও বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর পরিবারের পক্ষ থেকে অর্থ দেয়া হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় সিটি করপোরেশেনের কার্যালয়ে মেয়র আরিফুল হক চৌধুরী হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।
বারাকা পাওয়ার লিমিটেডের অনুদানের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জাতির এই দু:সময়ে যারাই সহায়তার বাড়াবে তারাই সত্যিকারের দেশপ্রেমিক আর মানবতাকামী। বারাকা পাওয়ার লিমিটেডের এমন অনুদান কোনোদিন ভুলবে না সিসিক কর্তৃপক্ষ।
এছাড়া, বুধবার সকাল ১১টায় নগরের চৌহাট্টাস্থ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর হাতে পর্যাপ্ত চিকিৎসকের সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তুলে দেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।
এদিকে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর পরিবারের পক্ষ থেকে তার ছেলে কায়সার রহমান শ্রমজীবী ও কর্মহীন পরিবারের জন্য গঠিত সিলেট সিটি কর্পোরেশনের ‘খাদ্য ফান্ড’ ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার দুপুরে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র কাছে এ অনুদান প্রদান করা হয়।
মরহুম এম সাইফুর রহমানের পরিবারের পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী।