করোনা আক্রান্ত স্পেনের ৬৬ বাংলাদেশি
করোনাভাইরাসে স্পেনে ৬৬ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন । স্পেন বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। বাংলাদেশ দূতাবাস থেকে জানা গেছে, স্পেনে বৈধ-অবৈধ বাংলাদেশির সংখ্যা প্রায় ৩০ হাজার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৮ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। পুরো স্পেনে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৯২৩, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ২৫৯ জন।