আগামী সপ্তাহ থেকে সিলেটে করোনা পরীক্ষা শুরু
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের উদ্যোগে সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে একটি বিশেষায়িত ল্যাব।
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্তের যন্ত্রপাতি (পলিমার চেন রি-এ্যাকশন-পিসিআর) সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) এসে পৌছায়।এর পর পরই মেডিকেল কলেজের একটি কক্ষে তা স্থাপনের কাজ শুরু হয়ে গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সবকিছু ঠিকঠাক করতে কমপক্ষে ৫দিন চলে যাবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়লোজি বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক প্রেমানন্দ’র তত্বাবধানে পেরিক্ষা নিরীক্ষার কাজ চলবে।
তিনি বলেন, আগামী রোববার (৫এপ্রিল) থেকে ওসমানী হাসপাতালে করোনা সনাক্তের পরীক্ষা কাজ শুরু হবে।
পিসিআর মেশিন চালু হয়ে গেলে তখন এই উৎকণ্ঠা কেটে যাবে। কারণ, তখন নিশ্চিতভাবেই বলা যাবে কেউ করোনাভাইরাসে আক্রান্ত কি না। কেউ শনাক্ত হলে তখন তার বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা কার্যক্রম চালানো যাবে। দ্রুত রোগ শনাক্ত হবার কারণে তার চিকিৎসাও ভাল হবে।
ডা. হিমাংশু লাল রায় আরো বলেন, এই মেশিনে প্রত্যহ ১০০ জনের বেশি পরিক্ষা করা যাবে। আর যদি ২৪ ঘন্টা কাজ করা হয়, তাহলে কমপক্ষে ২০০ শতাধিক রোগীর পরিক্ষা নিরীক্ষা করা যাবে।