দিরাই’র কুলঞ্জ ইউনিয়নে করোনা পরিস্থিতি মোকাবেলায় জিআর চালসহ খাদ্য সামগ্রী বিতরণ

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ নং কুলঞ্জ ইউনিয়নে করোনা ভাইরাস পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে আজ দুপুর ১১ ঘটিকায় জিআর চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়নের অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন, অস্বচ্ছল প্রায় দেড়শ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়। লাইনে দাঁড় না করিয়ে নির্দিষ্ট দূরত্বে রেখে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে । প্রতিটি পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু ও এক কেজি ডাল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ০৯ নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মজিবুর রহমান তালুকদার, দিরাই উপজেলা সমবায় অফিসার রাজমণি সিংহ, ০১ নং ওয়ার্ড সদস্য জনাব চান মিয়া চৌধুরী, ০২ নং ওয়ার্ড সদস্য জনাব ফুলকাছ মিয়া, ০৩ নং ওয়ার্ড সদস্য জনাব জাকারিয়া আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা বেগম প্রমুখ।

এই ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মজিবুর রহমান তালুকদার কালের সিলেটকে জানান, সারা বিশ্ব আজ এক কঠিন দূর্যোগের মুখোমুখি। দেশের ক্রান্তিকালে সরকারের এই মানবিক কার্যক্রম প্রশংসার দাবীদার। দেশের এই অঘোষিত লকডাউন পরিস্থিতিতে অসহায়, দিন-মজুর ও অস্বচ্ছল মানুষের পাশে শুধু সরকার এগিয়ে আসলেই হবে না আমাদের সমাজের বিত্তবানদের ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে তাহলেই সফলতা আসবে ইনশাআল্লাহ। নিজের আশপাশ সুস্থ রাখতে এবং নিজে সুস্থ থাকতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ