জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, “করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী আগামীকালের জুমআসহ সকল জামাআতে সম্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার আহবান ইসলামিক ফাউন্ডেশনের।”

দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ