‘রং চা’ আর ‘আযান মিছিল’: ফেসবুকে তোলপাড়
বিশ্ব মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ‘চিনি ছাড়া রং চা’ পান করা আর আজান দেওয়ার খবর পাওয়া গেছে। আর বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক তোলপাড়। পক্ষে বিপক্ষে চলছে ব্যাপক আলোচনা- সমালোচনা।
সচেতন মহল বলছেন, এটা গুজব ছড়ানো হচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে। আর প্রশাসনকে এ ব্যাপারে কঠোর হতে হবে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এসব গুজব থেকে সকলকে সতর্ক থাকতে বলছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে পোষ্ট দেওয়া বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার রংপুর নাকি একটি বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চাটি মৃত্যুর ২ মিনিট আগে সবাইকে বলেছে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে চিনি ছাড়া আদা দিয়ে রং চা খেতে হবে। আবার কেউ কেউ বলছেন, সিলেটের বিশ্বনাথে তার জন্ম কেউবা বলছেন ওসমানীনগর। তবে করোর সাথে কারোর কথার মিল নেই।
তবে এসব ঘটনার কোনো সত্যতা পাওয়া যায় নি।
গুজব ছড়ানো ঠেকাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, করোনাভাইরাস সংক্রমণজড়িত রোগ। এই রোগ নিয়ে একটি কুচক্রী মহল গুঁজব ছড়াচ্ছে বলে আমরা খবর পেয়েছি। সাধারণ মানুষ এসব গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না।
এদিকে আজ রাতে বড় ধরনের ভূমিকম্প হবে। আকাশ থেকে পাথর পরবে। এক দিকে নেমে যাবে আকাশ। হতে পারে পৃথিবী ধংশ: এমন গুজবে হবিগঞ্জের মাধবপুরে রাস্তা জুড়ো হন হাজার হাজার মানুষ। দল বেধে নারায়ে তাকবির দিয়ে শুরু করে মিছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে মসজিদে মসজিদে দেওয়া হয় আযান। এক সাথে সনাতন ধর্মাবলম্বীরা দেন উলুধ্বনি।
মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের শিক্ষাক আব্দুল কাদির বলেন রাত ১২টায় মসজিদের মাইকে দেওয়া হয় আযান, এর পরে শুরু হয় মিছিল।