ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশায় আদেশ না মেনে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই জরিমানা করা হয়। ধর্মপাশা সদর বাজার, বাদশাগঞ্জ বাজার ও গাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।

এসময় তিন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ