করোনার পরীক্ষা কেন্দ্র হচ্ছে সিলেটে
প্রবাসী অধ্যুষিত সিলেটে এখন পর্যন্ত এখানে করোনাভাইরাসে আক্রান্ত না হলেও সিলেটে করোনা পরীক্ষার স্থান বা কেন্দ্র সিলেটে হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি এ নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। সাম্ভাব্য স্থান হিসেবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে প্রাথমিকভাবে বেছে নেয়া হয়েছে।
কয়েক হাজার প্রবাসী সম্প্রতি সিলেটে এসেছেন। ফলে অগ্রাধিকার ভিত্তিতে সিলেট অঞ্চলে করোনা ভাইরাস পরীক্ষা করার কেন্দ্র থাকা অবশ্যই বাঞ্চনীয়।
মন্ত্রী বলেন, করোনার বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খুবই তৎপর রয়েছেন, তিনি আমাদের ধৈর্য্য এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। এই ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ আমাদের মেনে চলতে হবে।