ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর দাফন সম্পন্ন

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর নামাজে জানাযা শেষে শাহী ঈদগাহ হাজারীবাগ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

আজ বুধবার বাদ জোহর নগরের শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।

পরে মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত অবস্থায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেটের স্কলার্সহোম’র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ