সিলেটে হোম কোয়ারেন্টিনে থাকা বৃদ্ধের মৃত্যু
সিলেটে হোম কোয়রেন্টিনে থাকা গিয়াস উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার নিজ বাসায় মারা যান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
স্থানীয় একটি সূত্র জানায়, গিয়াস উদ্দিন কিডনির জটিলতায় ভূগছিলেন। গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে তার ছেলে দেশে ফেরেন। পরদিন গিয়াস উদ্দিনের শ্বাসকষ্ট শুরু হলে বাবাকে নিয়ে সিলেট কিডনী ফাউন্ডেশনে তার প্রবাসী ছেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিস্তারিত শুনে গিয়াস উদ্দিনকে কোয়ারেন্টিনে রাখার কথা বলেন।