সিলেটের যুক্তরাজ্য প্রবাসী করোনায় আক্রান্ত ছিলেন না

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন সেন্টারের কোয়ারেন্টাইনে মৃত্যুবরণকারী যুক্তরাজ্য প্রবাসী মহিলা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। মঙ্গলবার দুপুরে আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে এমন তথ্য জানা গেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাংশু লাল রায় সিলেটের সকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে বর্তমানে দুই জন পুরুষ কোয়ারেন্টাইনে রয়েছেন। এখান থেকে সোমবার তিনজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
রবিবার ভোর ৪টায় হাসপাতালের আইসোলেশন সেন্টারের কোয়ারেন্টাইনে থাকা ওই মহিলার মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তাকে নগরীর মানিকপীর (র.) কবরস্থানে দাফন করা হয়। মহিলার মৃত্যুর পর তার যুক্তরাজ্য প্রবাসী স্বামী ও দুই স্বজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ