সিরাজগঞ্জ থেকে সিলেট রুটে বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সিরাজগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতি। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার রাতে সিরাজগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ বলেন, করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় আপাতত চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে আমাদের বাস চলাচল বন্ধ আছে। তবে দেশের অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক আছে। বর্তমানে যাত্রীর সংখ্যাও কমে গেছে। আমরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার যখনই বাস বন্ধের নির্দেশনা দেবে তাৎক্ষণিক তা বন্ধ করে দেবো। সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জানান, আমরা যাত্রীদের করোনাভাইরাস সম্পের্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। বাসে ওঠার আগে যাত্রীদের হাত-মুখ পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাজার মূল্য স্থিতিশীল রাখতে সিরাজগঞ্জে ব্যবসায়ীদের মাঝে সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাসের উদ্যোগে জনসতেচনামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া করোনাভাইরাস সচেতনতায় সিরাজগঞ্জ সদর থানা, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের উদ্যোগে জনসতেচনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ