সর্বশেষ

‘এখনই দেশকে বাঁচানোর শ্রেষ্ঠ সময়’

‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমনই লিখেছেন।

সাম্প্রতিক সময়ে মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।

ছোঁয়াচে এই করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। করোনা আতঙ্কে সেমিফাইনাল ও ফাইনালের আগেই বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আইপিএলসহ বিভিন্ন দেশের অনেক টুর্নামেন্ট স্থগিত হয়েছে। করোনা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ