সিলেটে আরেকজন আইসোলেশনে

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আরেকজনকে রবিবার ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালের করোনা সন্দেহে রোগীর সংখ্যা পুনরায় ৪ এ দাঁড়ালো। এরমধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে ছিলেন মোট ৪ জন। এর মধ্যে এক নারী আজ মারা গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ