হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ঢাকার খিলগাঁওয়ে সোহেল হাওলাদার নামে এক হত্যা মামলার আসামী নিহত হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দা‌বি পুলিশের। তাদের মুগদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২১ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।

নিহত সোহেল হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা থানার সুরুজ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা, প্রচেষ্টা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভি‌ত্তিতে সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে জানতে পা‌রি। পরে আমি ও খিলগাঁওয়ের জোনাল সহকারী কমিশনার জুলফিকার স্যারের নেতৃত্বে একটি দল শনিবার দিনগত রাতে অস্ত্র উদ্ধার করতে নাগদারপাড় এলাকায় যাই।

‌তি‌নি আরও বলেন, সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে আমরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাই। এ সময় সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় খিলগাঁওয়ে জোনাল সহকারী কমিশনার জুলফিকার আলী ও থানার ওসি মশিউর রহমান আহত হয়েছেন। পরে তারা মুগদা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ