সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিলেটের কোম্পানীগঞ্জে মতিন মিয়া নামে এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। নিহত মতিন উপজেলার দক্ষিণ বুড়িদেও গ্রামের নূর উদ্দিনের ছেলে।

বুধবার (১৮ মার্চ) ভোর ৬ টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার ভোর ৬টার দিকে পাড়ুয়া এলাকায় একটি বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালক মতিন মিয়াকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ