সিলেটে নতুন ২০২ জন হোম কোয়ারেন্টিনে
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২০২ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি বলেন, হোম কোয়ারেন্টিনে রাখা বেশিরভাগই প্রবাসী ও তাদের স্বজন। এনিয়ে বিভাগে মোট ৬৩৪ জনকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়রেন্টিন করে রাখা হয়েছে।
হোম কোয়ারেন্টিন থাকাদের মধ্যে সিলেট জেলার ৪২১ জন, সুনামগঞ্জে ৪০ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারে ১৫১ জন রয়েছেন। এছাড়া সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টিন আছেন যুক্তরাজ্য প্রবাসী এক নারী।
আনিসুর রহমান বলেন, গত ১০ মার্চ থেকে সন্দেহভাজন আক্রান্তদের হোম কোয়ারেন্টিন রাখার উদ্যোগ নেওয়া হয়। মূলত দেশে আসা পো্রবাসীদেরই কোয়ারেন্টিন করা হচ্ছে। ৮দিনে ৬৩৪জনকে কোয়ারেন্টিন করা হয়েছে।