বঙ্গবন্ধু লেখক পরিষদ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমন শাহ্

কবি, ছড়াকার ও সাংবাদিক আ.হ ইমন শাহ্ বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

১৪ মার্চ বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গীতিকবি এম আর মনজু ও সাধারণ সম্পাদক গীতিকবি ফারুক প্রধান সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক পত্রের মাধ্যমে বিয়টি জানানো হয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে সিলেটের ছড়াকার (ছড়া মঞ্চের সভাপতি) সিরাজ উদ্দিন শিরুল ও দৈনিক সুদিনের সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। প্রসঙ্গত, এর আগে বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত হয়ে সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইমন শাহ্। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করায় ইমন শাহ্ বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সভাপতি গীতিকবি এমআর মনজু ও সাধারণ সম্পাদক গীতিকবি ফারুক প্রধানসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আ.হ ইমন শাহ্ বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন- সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক কবি-ছড়াকার হুসাইন আহমদ, দৈনিক যুগান্তর, দৈনিক সিলেট মিরর ও এনটিভি ইউরোপের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম আহমদ, দৈনিক মানবজমিনের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কাজল মিয়া, কোষাধ্যক্ষ মো. মোমিন মিয়া, দৈনিক আমার সংবাদ ও দৈনিক একাত্তরের কথার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি এএস রায়হান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ