জেলা পরিষদে “বঙ্গবন্ধু শেখ মুজিব” ম্যুরাল উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জেলা পরিষদ অফিস প্রাঙ্গনে স্থাপিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বাষির্কী উদযাপন উপলক্ষে জেলা পরিষদ অফিস প্রাঙ্গনে স্থাপিত ম্যুরালটি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের সভাপতিত্বে ও সদস্য মো: মতিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো: লুৎফুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো: শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শামীম আহমদ, আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, সদস্য সুষমা সুলতানা রুহি, সাজনা সুলতানা হক চৌধুরী, তামান্না আক্তার হেনা, মোহাম্মদ শাহানুর, নুরুল ইসলাম ইছন, লোকন মিয়া, সহল আল রাজী চৌধুরী, স্যায়িদ আহমদ সুহেদ, মোঃ ইমাম উদ্দিন চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ