মুজিববর্ষ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মুজিববর্ষ উপলক্ষ্যে কামরান-আছমা হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে বছরব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে সিলেট নগরীর মিরাবাজারের মডেল হাই স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।

রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও কামরান-আছমা হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে এবং শিল্পপাঠের ব্যবস্থাপক সুমন ইসলাম খানের পরিচালনা এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, কাজী মুকিত সুমন, যুবলীগ নেতা ফয়সল কাদির পাওয়েল, আহবাব হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদুর রহমান সাজু, সোপানের চারুকারু বিভাগের শিক্ষক শাহীন আহমদ, আব্দুল মালিক, এন. যোগেশ্বর অপু, পার্থ লাল নাথ, মীরা ঘোষ, ছাদিয়া আক্তার, রামা কান্তি নাথ, রূপক তালুকদার, স্নেহাদ্র নিলয়, আশরাফ জামান রোমান, শাহরিয়ার নাঈম আবির প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ