দিরাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন সরদার আর নেই
সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল মতিন সরদার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১ঘটিকার দিকে সিলেটস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাসায় হঠাৎ মাথা ঘুরে পরে যান তিনি। সাথে সাথে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আবদুল মতিন সরদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মজমিল মিয়া সরদারের পুত্র। তিনি দীর্ঘদিন দিরাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
এদিকে দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মতিন সরদারের ইন্তেকালে বিভিন্ন মহল শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তারা বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন দিরাই সাংবাদিক ফোরামের সভাপতি ইয়াহিয়া চৌধুরী, সহ-সভাপতি ইকবাল আহমদ, সজিব রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন, মোঃ জাহেদ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রায়হান মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইদু খান, সাহিত্য সম্পাদক এস এম উমেদ আলী, নির্বাহী সদস্য সুজাত আহমদ, আবিদুর রহমান, মিজানুর রহমান তালুকদার, সাজু আহমদ, সাইফুর রহমান।
দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাতীয় দৈনিক পত্রিকা ‘আজকের বসুন্ধরা’র সিলেট জেলা প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন পত্রিকা কালের সিলেট ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ সুজন মিয়া দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মতিন সরদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন,
তিনি দিরাই উচ্চ বিদ্যালয়ের একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সাবলীল ব্যবহারে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দসহ সবার কাছে খুবই প্রিয় ছিলেন তিনি।