ওসমানী বিমানবন্দরে নতুন থার্মাল স্ক্যানার

করোনাভাইরাস শনাক্ত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে এ স্ক্যানার চালু করা হয় বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

এর আগে ওসমানী বিমানবন্দরে বসানো থার্মাল স্কানারটি বিকল হওয়ার কারণে হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে যাত্রীদের দেহের তাপমাত্রা পরীক্ষা করতে হতো। এতে সময় ব্যয় হতো বেশি। এ কারণে নতুন থার্মাল স্ক্যানার বসায় স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন বলেন, বিমানবন্দরে আগে একটি থার্মাল স্ক্যানার মেশিন ছিল। এটি কাজ না করায় বিমানবন্দরে হ্যান্ডহেল্ড থার্মোমিটারে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হতো। আজ সকালে নতুন একটি মেশিন এসেছে। এটি বিমানবন্দরের বসানো হয়েছে। এ মেশিন দিয়ে সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ