হাট-বাজারে ঘোরাফেরা কমানোর পরামর্শ

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘আমরা সবাই সাবধান থাকব। সরকার বিভিন্ন অনুষ্ঠানে কিছু কাটছাঁট করেছে। আমরাও ব্যক্তিগত জীবনে সাবধানতা অবলম্বন করতে পারি। পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, পরিবারকে একটু বিচ্ছিন্ন করে রাখা। যতদূর সম্ভব হাট-বাজারে ঘোরাফেরা কমিয়ে দেয়া।’

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা ব্যক্তিগত জীবনে যতটা পারেন একটু জনসমাবেশে কম যাবেন। যাতে সমাজের সঙ্গে সংযুক্তিটা কম হয়। এটা আপনাদের জন্য মঙ্গল, আমাদের জন্যও মঙ্গল’- যোগ করেন পরিকল্পনামন্ত্রী।

করোনার উৎপত্তিস্থল চিনে এখন এটা মোটামুটি স্বাভাবিক হয়ে বলেও মনে করেন তিনি।

এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে এম এ মান্নান বলেন, ‘আজকে আমরা মহান জাতির পিতাকে স্মরণ করব এবং দায়িত্ব পালনে কঠিন পরিশ্রম করার শপথ নেব।’

মন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে কাজ করছি। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করছি। আপনারা (উপস্থিত কর্মকর্তা) সৎভাবে, নির্ভয়ে এবং নির্মোহে কাজ করবেন।’

এ সময় পরিকল্পনা কমিশনের সচিব, সদস্য এবং সবপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ