বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেলেন তামিম
মাশরাফি বিন মুর্তজার আসনে বসার সুযোগ পেলেন তামিম ইকবাল খান। রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে টাইগারদের নতুন অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরের মিটিংয়ে বিসিবির কার্যালয়ে ডেকে নেয়া হয় তামিমকে। সেখানে হচ্ছিল বোর্ড পরিচালকদের সভা। দলের ম্যানেজার সাব্বির খানের সঙ্গে বিকেল ড়ে ৪টা নাগাদ অনুশীলন রেখেই বোর্ডসভায় হাজিরা দিয়েন আসেন তামিম। ওই সভা থেকেই তামিমকে ওয়ানডে দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ানডেতে অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি। সাকিব আল হাসান নিষিদ্ধ থাকায় টাইগারদের নেতৃত্ব নিয়ে একটু ভাবতে হয় বিসিবি পরিচালকদের।
তামিম ইকবাল এর আগেও বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন। গতবছর শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ সিরিজে টাইগারদের সেনাপতি ছিলেন। কিন্তু পুরো সিরিজে তার নেতৃত্বে একটি ম্যাচও জিততে পারেনি লাল-সবুজের সেনারা।