ইমজার সাথে নার্সেস এসোসিয়েসনের শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ নার্সেস এসোসিয়েসন (বিএনএ) সিলেটের নেতৃবৃন্দ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের নব গঠিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার সন্ধায় জিন্দাবাজার ব্লু ওয়াটারস্থ ইমজা কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনএ নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্যের মাধ্যমে সুস্থ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের পরিবেশ তৈরির জন্য ইমজা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অন্যদিকে সেবার মতো মহান পেশায় জড়িত কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পেরে নিজেদের কৃতজ্ঞতা জানান ইমজা নেতৃবৃন্দ। তারা বলেন, অনেকেই সমাজ, রাষ্ট্র বা মানুষের সেবা করে থাকেন, কিন্তু যারা পেশাগতভাবেই সেবক-সেবিকা তাদের ধন্যবাদ জানাতে আমরা অনেক সময় ভুলে যাই। তবে তারা মানুষের মনের ধন্যবাদ টিকই মনের মধ্যে পেয়ে যান। একজন সেবক বা সেবিকা হিসেবে এটাই তাদের পরিতৃপ্তি।
বিএনএর নেতৃবৃন্দ মুজিববর্ষ উপলক্ষে তাদের গৃহিত কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন এবং ইমজার নব নির্বাচিত কমিটির হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় ইমজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাবেক সভাপতি আশরাফুল কবীর, সহ সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সহ সাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার প্রমুখ।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েসন (বিএনএ) সিলেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সাংগঠনিক সম্পাদক মো. সুলেমান আহমদ, সদস্য সুমন দেব, শাওন দেবনাথ, সবিতা দে, কনকলতা, কিবরিয়া খোকন, রুবি রানী সাহা, ভ্রান্তি বালা দেবিসহ অন্যান্যরা।