খুলে দেয়া হয়েছে পবিত্র কাবা’র মাতাফ এলাকা

ওমরাহ করতে যাননি এমন প্রার্থনাকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সৌদি আরবে পবিত্র কাবা’র মাতাফ এলাকা। কাবা শরীফের চারপাশে বৃত্তাকার যে এলাকায় হজযাত্রী বা ওমরাহকারীরা তাওয়াফ করেন তাকে মাতাফ বলা হয়। সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, শনিবার ওই এলাকা নতুন করে খুলে দেয়া হয়েছে। নতুন করোনা সংক্রমণের জন্য পূর্ব সতর্কতামূলকভাবে ওমরাহ কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গ্রান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শেখ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি গ্রান্ড মসজিদে যাওয়া সব পরিদর্শনকারীকে সহযোগিতা করার জন্য সব কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের পর তা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে বিধিনিষেধ আরোপের পর প্রথমবারের মতো শুক্রবার মক্কায় গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ