জেলা প্রশাসনের ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
জেলা প্রশাসন সিলেট-এর উদ্যোগে “ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, এনডিসি। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল
ইসলামের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সিলেট কালেক্টরেটের কর্মকর্তা ও কর্মচারীগণ।