নগরীতে যুবক খুন

নগরীর জিন্দাবাজারে অজ্ঞাত কয়েকজনের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে। তিনি নগরীর চৌকিদেখি এলাকার রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম মুন্না (২১)।

বৃহস্পতিবার কাজী ইলিয়াস গলির মুখে এ হামলার ঘটনা ঘটে। এসময় কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেটের এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এ খুনের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সিলেট ভয়েসকে জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ