করাচিতে ৫ তলা ভবন ধস, ১৪ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে পাঁচ তলা একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

করাচি মেট্রোপলিটন করপোশনের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের ডাক্তার সালমা কাউসারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদেরকে আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ডন নিউজের।

ডাক্তার সালমা কাউসার জানান, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে তবে বেশ কয়েকজনকে হাড় বিশেষজ্ঞ এবং অপারেশন বিভাগে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। করাচির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, করাচির মেয়র ওয়াসিম আক্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ