বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা করে তার ফলাফল দেশের কাজে লাগাতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান মনস্ক করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রয়োজন।
বৃহস্পতিবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন।
গবেষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন- আপনাদের গবেষণার ফলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, আরও উন্নত হবে। যত বেশি গবেষণা হবে দেশ তত উন্নত হবে। তিনি বলেন, গবেষণায় গুরুত্ব দিয়েছি বলেই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
শেখ হাসিনা আরও বলেন, আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। সর্বক্ষেত্রে গবেষণা হচ্ছে বলেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মকে আর কারো কাছে ধরণা দিতে হবে না। আর কারেও মুখাপেক্ষী হতে হবে না। আমরা এই দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। কে কী গবেষণা করছেন তার ফলাফল আমরা জানতে চাই। সংশ্লিষ্টদের কাজে লাগিয়ে আমরা দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই।