সিলেটে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
সিলেটে নানা আয়োজনে রবিবার পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। এ উপলক্ষে র্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও নিহত পুলিশ সদস্যদের বেদীতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিটের সমন্বিত উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে শহীদ বীরমুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আরআরএফ এর কমান্ড্যান্ট মোঃ মাহমুদুর রহমান, পিপিএম, সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়া এসএমপি, সিলেট রেঞ্জ, সিলেট জেলা, এপিবিএন, হাইওয়ে পুলিশ, সিআইডি, পিবিআই ও টুরিস্ট পুলিশের প্রতিনিধিসহ সর্বস্তরের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতি বছর ১ মার্চ “পুলিশ মেমোরিয়াল ডে” পালিত। এ ধারাবাহিকতায় সিলেটের যে সকল গর্বিত সন্তান কর্তব্যরত অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে নিহত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে “পুলিশ মেমোরিয়াল ডে” আয়োজন করা হয়। ২০১৯ সালে কর্তব্যরত অবস্থায় সিলেট অঞ্চলে এস আই নূর মোহাম্মদ শিকদার, এসআই সমরুল ইসলাম, কনস্টেবল এমরান হোসেইন, কনস্টেবল চম্পক রঞ্জন দাস ও কনস্টেবল
মোঃ বদরুল আলম মারা যান। অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
২০১৯ সালে সারাদেশে কর্তব্যরত অবস্থায় ১৭৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।