শাবি শিক্ষক সমিতির শ্রদ্ধা

‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র নতুন কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সহ-সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক সৌরভ রায়, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জায়েদা শারমিন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ, সহকারী অধ্যাপক এ এস এম সায়েম ও প্রভাষক এস এম সাইদুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ