করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৬৬৩
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৬৩ জনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৫৮ বলে জানা গেছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, চীনে করোনাভাইরাসের সংক্রমণ কমে এলেও অন্যান্য দেশে বেড়ে চলেছে এর প্রকোপ। এর মধ্যে ইরানের অনেক এলাকা এখন কার্যত অচল হয়ে পড়েছে। দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে কয়েকটি দেশ। সচল এলাকাগুলোতে আতঙ্কিত মানুষ মাস্ক পরে চলাফেরা করছেন।
রাজধানী তেহরানে কাজের সময়ও অপেক্ষাকৃত কম ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ১০টি প্রদেশে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। মাস্ক বা দস্তানার মতো প্রতিরোধ সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় জনমনে অসন্তোষ রয়েছে।
ইরানের এক শ্রমিক বলেন, সব জায়গায় মাস্কের দাম বেড়েছে। আমার মতো একজন সাধারণ শ্রমিক কীভাবে তা কিনি বলুন তো? আমার পরিবারে তো আমি একা নই। সবার জন্যই মাস্ক কিনতে হবে।
এদিকে খুব দ্রুত দক্ষিণ কোরিয়ায় বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানী ছাড়িয়ে এটি ছড়িয়ে পড়েছে পুরো দেশে। সেখানেও অব্যাহত আছে পরিচ্ছন্নতা অভিযান। এরই মধ্যে ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ইতালির কার্নিভাল (উৎসব) বাতিল করা হয়েছে। বেশ কিছু শহরের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বিখ্যাত পোশাক নকশাকার জর্জিও আরমানি লাইভ ফ্যাশন শো বাতিল করে ভিডিও স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানি প্রমোদতরীর আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। দু’সপ্তাহ ধরে ওই প্রমোদতরীর যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
এ নিয়ে ওই প্রমোদতরীর তিন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।