৩০ মার্চের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন

আগামী ৩০ মার্চের মধ্যে সিলেটের সকল উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন সম্পন্ন করা হবে। জেলা যুবদলের এক জরুরী সভায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে জরুরী সভায় সাংগঠনিক টিমকে ৩টি ধাপে তৃণমূল সফর শুরু করতে করণীয় চিঠি প্রদান করেছেন। আগামী ৩০ মার্চের মধ্যে সকল উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন সম্পূর্ণ করতে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। জেলা যুবদলের সিনিয়র সদস্য ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সদস্য এড. মোমিনুল ইসলাম মোমিন, আখতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, এড. সাইদ আহমদ, সাহেদ আহমদ চমন, মইনুল ইসলাম মঞ্জু।

এ বিভাগের অন্যান্য সংবাদ