ছাতকে আলো’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের দক্ষিণের দ্বিতীয় মাঠে রোটারেক্ট ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ক্যাম্পেইন করে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা। এ সময় খেলোয়াড় ও সর্বস্তরের দর্শকদের মাঝে ১৮৬ জন কে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এ সময় উপস্থিত বিশিষ্ট মুরুব্বি ছিলেন মুজিবুর রহমান, সমাজ সেবক সদরুল আমিন সুহান, আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা পংকজ দত্ত, গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির উপদেষ্টা আব্দুল বাছিত, গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সভাপতি আর টি আর ছায়াদ, সহ-সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক সাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন চয়ন, অর্থ সম্পাদক লিটন আহমেদ,সহ অর্থ সম্পাদক অপু হুসাইন ।
উক্ত ক্যাম্পেইন পরিচালনা করেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক ইমন ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক রাসেল আহমেদ, সদস্য জালাল আহমেদ, আব্দুল্লাহ আল সাকিব, মোঃ ইয়াহিয়া তালুকদার, সিলেট জেলা শাখার সভাপতি সুনীল দাশ, সাধারণ সম্পাদক রুহুল আমীন শাওন সহ প্রমুখ।