লন্ডনের মসজিদে মুয়াজ্জিনের গলায় ছুরি; সন্দেহভাজন আটক
লন্ডন শহরের কেন্দ্রে এক মসজিদের ভেতরে ছুরি হামলা করে হত্যার চেষ্টা করলে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মুয়াজ্জিনের বয়স ৭০’এর কোঠায়, রিজেন্টস পার্কের কাছে লন্ডন সেন্ট্রাল মসজিদে হওয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিনি। তবে পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বলতে নারাজ।
ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে নিশ্চিত করা হয়েছে।
মসজিদে থাকা কয়েকজন পুলিশ আসার আগ পর্যন্ত নামাজ বাদ দিয়ে ওই ২৯ বছর বয়সী সন্ত্রাসীকে আটকে রাখে মুসল্লিরা।
এক বিবৃতিতে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে যে আহত ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন – যিনি আযান দিয়ে থাকেন – এবং দুপুরের নামাজের কিছুক্ষণ পর স্থানীয় সময় ৩টার দিকে হামলার শিকার হন।
মসজিদের মহাপরিচালক ডক্টর আহমাদ আল দুবাইয়ান জানান যে হাসপাতালে থাকা মুয়াজ্জিনের সাথে স্বল্প সময়ের জন্য ফোনে কথা হয়েছে তার এবং তিনি বলেছেন যে তিনি সুস্থ আছেন।
মসজিদের একজন উপদেষ্টা আয়াজ আহমাদ মন্তব্য করেছেন যে ছুরি হামলাটি ‘প্রাণঘাতী হতে পারতো যদি মসজিদে নামাজ পড়তে আসা মানুষজন বাধা না দিতেন।’
একুশে ফেব্রুয়ারি: যেভাবে সূচনা হয়েছিলো ভাষা আন্দোলনের
লন্ডনের ফেইথস ফোরামের পরিচালক মুস্তাফা ফিল্ড সাংবাদিকদের জানান যে ভুক্তভোগীর ‘ঘাড়ের কাছে ছুরি দিয়ে আঘাত করা হয়।’
তিনি বলেন: “জামাতে নামাজ পড়তে থাকাদের কয়েকজন নামাজ ছেড়ে হামলাকারীকে প্রতিহত করে।”