করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ালো
বুধবার পর্যন্ত করোনাভাইরাসে দুই হাজার চারজন মারা গেছেন। নতুন করে ১৭৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের জাতীয় হেলথ কমিশন এমন তথ্যই দিয়েছে।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার। আক্রান্তদের মধ্যে ১২ হাজারেরও বেশি এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন বলেও নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। নতুন করে সংক্রমণও কমেছে।
চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী উহানের সামুদ্রিক খাবারের মার্কেট থেকেই ভাইরাসটি প্রথম ছড়ায় বলে মনে করা হয়।
এর সংক্রমণে উপসর্গ হয় অনেকটা ফ্লুর মতো। অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। চীনের চিকিৎসকরা জীবন বাজি রেখে এ রোগের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন।
এদিকে নতুন ভাইরাস নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। ভাইরাসটির কারণে হুমকির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতিও।