নগরী থেকে থেকে ছিনতাইয়ের ঘটনায় আটক ১
নগরীতে ছিনাতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সুরমা পয়েন্ট এলাকা থেকে আব্দুল হালিম (৫২) নামের ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে ওসমানী স্মৃতি জাদুঘরের সামন থেকে ১ লাখ ১৬ হাজার টাকা ছিনতাইর ঘটনা ঘটে। এ ঘটনায় পরপরই পুলিশ ছিনতাইকারীকে ধরতে তৎপরতা শুরু করে। মঙ্গলবার রাতে সুরমা পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেন।
ছিনতাইয়ের শিকার মশিউর রহমান বাদী হয়ে নগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় হালিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।