সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নেতৃবৃন্দ সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শুয়েব।

মতবিনিময়কালে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে চেম্বারের চলমান কাজগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন নেতৃবৃন্দ। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেট চেম্বারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা এবং কেক কাটা। এর আগে চেম্বারে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হবে।

সভায় চেম্বার নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মো. এমদাদ হোসেন, মো. সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি এম. এ. হান্নান, সাবেক সভাপতি ইকরামুল কবির, সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইমজা’র সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, প্রথম আলো’র সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক শংকর দাস, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, কামকামুর রাজ্জাক রুনু, দোহা চৌধুরী, আবু তালেব মুরাদ, ওয়েছ খসরু, হোসাইন আহমদ সুজাত, রেজাউল হক, সাদেকুর রহমান সাকিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ