৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সিলেটে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। নগরের কুড়িরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় ঐ স্থানে থাকা মান্নান (৩৫) ও শামসুল হক শামছুইদ্দা (৪২) নামের দুজন মাদক বিক্রেতা পালিয়ে যায়।
এ খবরের সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ্ আলম বলেন, ‘পুলিশের কাছে খবর ছিল ঐ স্থানে মাদক বিক্রি হচ্ছে। এ খবরে অভিযান পরিচালনা করা হয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’