জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্ধোধন
ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে উদ্ধোধন করা হয়েছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গতকাল উপজেলার আশারকান্দি ইউনিয়নের স্থানীয় নয়াবন্দর বাজারে দলীয় কার্যালয়ের উদ্ধোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রবীণ বিএনপি নেতা সিতু মিয়া চৌধুরী’র সভাপতিত্বে এবং যুবদল নেতা ফখরুল ইসলাম ও ছাত্রদল নেতা সুজেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুহেল আহমদ খাঁন টুনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন, যুবদল নেতা রুহুল আমিন খাঁন, সোয়েবুল হক সাহনাজ, জামাল হোসেন, শহিদ দেওয়ান, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা বাবুল খাঁন মুন্না, আব্দুল হক কামালী, অদুদ কামালী, জামাল হোসাইন, সাজ্জাদ মিয়া, জনি চৌধুরী, এনামুল হক মেম্বার, এম এ সালাম।
যুবদল নেতা অয়েস কবির উজ্জ্বলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা সাত্তার আহমদ কবিরী, আলকাছ মিয়া, শাহজাহান আহমদ রাজু, দ্বিপন মিয়া, রুশেল চৌধুরী, আব্দুল লতিফ, আব্দুল হামিদ, ছদরুল ইসলাম, আক্তার মিয়া, সুফি মিয়া, শামীম কামালী, ফেরদৌস মিয়া, ছাত্রদল নেতা জামিল মিয়া, জাবেদ আলী, ইয়াছিন রাজা চৌধুরী, মেনু মিয়া, মামুন মিয়া, আবুল কালাম, নুরুল ইসলাম নাঈম, শাকিল আহমদ, এনাম মিয়া, শাকিল মিয়া, তানভির আহমদ, লাল মিয়া প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।