শাহজালালে অবতরণ করলো শাহ আমানতের ৬ ফ্লাইট
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে দুটি ও রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চারটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফিরে গেছে। ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় এমনটি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্লাইটগুলো পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার কাজী খাইরুল কবির জানান, ভিজিবিলিটি কম থাকায় শনিবার দিনগত রাতে দুটি ও রবিবার ভোরে আরো চারটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে শনিবার রাতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, ঢাকা-চট্টগ্রাম রুটের ইউএস বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকা চলে যায়।
এছাড়া সকালে ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটের একটি, দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, মাসকাট ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট শাহ আমানতে নামতে না পেরে শাহজালাল বিমানবন্দরে চলে গেছে। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক আছে।