সাউতুল কোরআন’২০ সিলেট অঞ্চলের অডিশন সম্পন্ন
জাতীয় ক্বেরাত প্রতিযোগীতা ২০২০ সাউতুল কোরআন সিলেট অঞ্চল এর অডিশন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ৯ ঘটিকার সময় নগরীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিপুল সংখ্যক প্রতিযোগীদের অংশগ্রহনের মধ্য দিয়ে অডিশন শুরু হয়।
উক্ত অডিশনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্বারী জহিরুল ইসলাম এবং ক্বারী মোহাম্মদ ইসহাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সালেহ মওদুদ আহমদ ও মাসুদ মিয়া ডেপুটি ম্যানেজার আমান সিম।
অডিশন অনুষ্ঠানে বাছাই শেষে দুইজনকে ইয়েস কার্ড দেওয়া হয়। ইয়েস কার্ড প্রাপ্তরা হলেন যথাক্রমে আহমদ হাবিবুল্লাহ উসামা ও সাঈদ মাহমুদ মুবাশি^র ।