ছেলের বউকে ছয় মাস ধরে ধর্ষণ!
নিজ ছেলের বউকে ৬ মাস ধরে ধর্ষণ করে আসছেন আবদুল মোমিন (৪০)। তিনি পেশায় কবিরাজ। এলাকায় তিনি ভণ্ড কবিরাজ হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বেলোহালী দক্ষিণপাড়ায় ঘটেছে।
শনিবার রাতে ওই গৃহবধূ দুপচাঁচিয়া থানায় মামলা করেন। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।