অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান তৃতীয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার এ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় তৃতীয় দল হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করা হয়েছে।

টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গেই ছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ১৭২ রানে অলআউট হয়ে যাওয়া পাকিস্তান হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। নকআউট পর্বে হেরে ফাইনালের আগেই ছিটকে যায় পাকিস্তান।

২০০৬ ও ২০০৮ সালে টানা দুই আসরের চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান, সবশেষ দুই আসরের শিরোপা লড়াইয়ের আগেই বিদায় নেয়। এবারও ফাইনালের আগেই ছিটকে গেল পাকিস্তান।

এ বিভাগের অন্যান্য সংবাদ