দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
নিহত শাফিয়া খাতুন (৪৫) দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজারে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন। তারা হলেন, নিহতের দেবর নুর হোসেন খান (৩৫) ও অটোরিকশার চালক শাহিন আহমদ।
জানা যায়, দক্ষিণ সুরমার তেলিবাজারে ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।