ভুয়া প্রশ্নপত্রসহ আটক ১

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ আহমেদ সালে তাইব (১৯) নামের এক তরুণকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

শনিবার দিবাগত রাতে র‌্যাব-০৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল সুনামগঞ্জ সদরের মধ্য আরফিননগর থেকে তাকে আটক করেছে। এসময় ১১টি ভুয়া প্রশ্নপত্রের স্কিনশর্টসহ তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়। আটক তাইব ওই এলাকার মৃত মৃত জাকির হোসেনের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ