সিরীয়-তুর্কি বাহিনীর সংঘর্ষে নিহত ৩৯
সিরীয় ও তুর্কি সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৩৯ জন সেনা নিহত হয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইদলিব শহরে সিরীয় বাহিনীর হামলায় তুরস্কের চার সেনা নিহত এবং আরো নয় জন আহত হয়েছে। পাল্টা হামলায় সিরিয়ার ৩৫ জন সেনা নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এক বিবৃতিতে বলেছেন, আমরা তুরস্কের সরকারি বাহিনীকে টার্গেট করছি। কারণ তারা তুর্কি সেনাদের ওপর হামলা চালিয়েছে। সিরীয় সেনাদের হামলার জবাবে তুরস্কের চালানো পাল্টা হামলায় বাশার আল আসাদের সরকারি বাহিনীর ৩০ থেকে ৩৫ সেনা নিহত হয়েছেন।